হাইব্রিড লাউ বীজ ১০ পিচ – Hybrid Bottle Gourd Seeds ( লম্বাকার লাউ বীজ ১০ পিচ )
শীতকালীন লাউ চাষের জন্য সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই বীজ বপন করতে হবে। আগাম শীতকালীন ফসলের জন্য আগস্ট মাসের মাঝামাঝি সময়ে লাউয়ের বীজ বপন করতে হবে। লাউয়ের বীজ পলিব্যাগে বপন করাই ভালো।
বীজ বপনের ৮-১২ ঘণ্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি থেকে বীজ নিয়ে টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত পানি শুকিয়ে পলিব্যাগে বীজ বপন করতে হবে। প্রতি পলিব্যাগে দুটি করে বীজ বুনতে হবে। পলিব্যাগের মাটি যেন শুকিয়ে না যায় খেয়াল রাখতে হবে। প্রয়োজনে হালকা পানি দিতে হবে।
ছাদে যেভাবে লাউ চাষ করবেনছাদ বাগানে লাউ চাষের জন্য হাফ ড্রাম বা সমপরিমাণ পাত্র ব্যবহার করতে হবে। হাফ ড্রামের তলায় চার-পাঁচটি ছিদ্র করতে হবে, যাতে সহজেই অতিরিক্ত পানি নিষ্কাশিত হয় ।
হাফ ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার প্রতিটি হাফ ড্রামের জন্য দুই ভাগ দোআঁশ বা বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ৫০ গ্রাম টিএসপি সার, ৫০ গ্রাম পটাশ, ২৫০ গ্রাম সরিষার খৈল একত্রে মিশিয়ে ড্রাম ভরে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে ১০-১২ দিন।
তারপর মাটি কিছুটা খুঁচিয়ে আবার চার-পাঁচদিন এভাবেই রেখে দিতে হবে। যখন মাটি ঝুরঝুরা হবে তখন পলিব্যাগে বপন করা একটি সবল লাউয়ের চারা রোপণ করতে হবে। চারা রোপণের চারদিকের মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। গোড়ার দিকে মাটি কিছুটা বেশি দিয়ে একটু উঁচু করে দিতে হবে।
চারা রোপণের পর প্রথম দিকে পানি খুব পরিমাণে দিতে হবে। ধীরে ধীরে পানির পরিমাণ বাড়াতে হবে। লাউ গাছে প্রচুর পানি প্রয়োজন হয়। প্রতিদিনের মাছ-মাংস ধোয়া পানি মাঝে মধ্যে লাউ গাছে দিলে বিশেষ উপকার হবে।
ছাদ বাগানে টব বা ড্রামে লাগানো লাউ গাছের পানির অভাব হলে ফলন ব্যাহত হয়। টবে বা ড্রামে লাউ চাষ করতে পানি একটু বেশি প্রয়োজন হয়। নিয়মিত আগাছা পরিষ্কার রাখতে হবে। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার ড্রামের মাটি হালকাভাবে খুঁচিয়ে দিতে হবে। লাউ গাছটিতে যাতে পর্যাপ্ত রোদ পায় খেয়াল রাখতে হবে।
যেভাবে অন্যান্য পরিচর্যা করবেনগাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে লাউ গাছ একটু বড় হলে গোড়া থেকে কিছুটা দূরে সামান্য ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।
সরিষার খৈল পচা পানি পাতলা করে গাছে ১৫-২০ দিন অন্তর অন্তর নিয়মিত দিতে হবে ।
বীজ সঠিকভাবে বপনের ধাপঃ
সাধারনত সব ধরনের বীজই সংরক্ষন কালে সুপ্তাবস্থায় থাকে। এই সুপ্ততা ভেঙ্গে বীজ অংকুর দেয়। বীজেরসঠিক ভাবে বপন পদ্ধতি হল-
– বীজ প্যাকেট থেকে খুলে প্রথমে ৩০ মিনিট রোদে তাপ দিয়ে নিতে হবে।
– এরপর ঠান্ডা ও শুষ্ক জায়গায় ১ ঘন্টা রেখে বীজের তাপমাত্রা স্বাভাবিক করতে হবে।
– এরপর ট্রাইকোডার্মা দিয়ে বীজ হালকা ভিজিয়ে শোধন করে নিতে পারেন।
– এরপর কোন পাত্রে পরিমান মত পানির সাথে বীজ ভিজিয়ে নিয়ে ১২-১৪ ঘন্টা রেখে দিতে হবে।
– এরপর ভেজা বীজ গুলোকে টিস্যু পেপার বা সুতি কাপরে মুড়িয়ে ভেজা অবস্থায় কোন প্লাস্টিকের পট বাপাত্রে রেখে মুখ বন্ধ করে দিতে হবে।
– বীজের ধরন অনুযায়ী ২৪-৪৮ ঘন্টা বা অনেক বীজের ৮-১০ দিন পর্যন্ত এভাবে রেখে অংকুর করে নিতে হবে।
সাধারনত শীতের দিনে অংকুর হতে একটু বেশি সময় লাগে।
Reviews
There are no reviews yet.