কৃষিবন্ধু আল্ট্রা টিম

কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরীর লক্ষে শহর হতে গ্রামের প্রান্তিক পর্যায় পর্যন্ত নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে। আর এই মহান লক্ষ্য পূরনে সারাদিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে উদিয়মান, দক্ষ ও অভিজ্ঞতা সম্পূর্ন একঝাক তরুন। বাংলাদেশের পুরাতন ধারার কৃষিকে বদলিয়ে আধুনিক প্রযুক্তিগত ও যুগোপোযোগী কৃষি সবার মধ্যে ছড়িয়ে দেয়ায় এদের প্রধান উদ্দেশ্য।

টিমের সদস্যবৃন্দ ও পদসমূহ

একজন ব্যাক্তি যেকোন কাজ করতে যতটা কঠিন মনে করবে ঠিক সেই কাজটি একটি টিম চাইলেই খুব দ্রুত ও সহজেই শেষ করতে পারবে। কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস টিমের সদস্যদের দৃঢ়-বিশ্বাস একদিন বাংলাদেশের কৃষি ও কৃষক নিরাপদ খাদ্য উৎপাদনে সয়ংসম্পূর্ন  হয়ে সবার কাছে উদাহরন হয়ে থাকবে। আর এই সফলতার সিড়িতে উঠার জন্য কৃষক ও স্মাট কৃষি উদ্যোক্তাদের সাথে নিবিড়ভাবে যারা কাজ করছে তারা হলোঃ-

কৃষিবিদ মোঃ মোশফিকুল ইসলাম

কৃষির কাঠামোগত পরিবর্তনের আশায় কৃষিবিদ মোঃ মোশফিকুল ইসলাম, কো-ফাউন্ডার কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস এর সাথে শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে অনার্স এবং বা.কৃ.বি হতে মাস্টার্স পাশ করে এসিআই ক্রপকেয়ারে ২০২০ সালে চাকুরি ছেড়ে দিয়ে কৃষি ও কৃষকদের স্মার্ট কৃষিতে পরিবর্তনের লক্ষে শুরু করে এই প্রতিষ্ঠানটি। তিনি বর্তমানে এই প্রতিষ্ঠানটির ফার্মিং অর্গানাইজার হিসাবে দায়িত্বরত আছেন।

কৃষিবিদ মোঃ রুবেল মিয়া

স্মার্ট কৃষির প্রুযুক্তি প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে কৃষিবিদ মোঃ রুবেল মিয়া একজন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে জয়পুরহাট জেলার কালাই উপজেলায় কর্মরত আছেন। কৃষকদের উৎপাদিত পন্য ন্যায্য মূল্যে বিক্রির লক্ষ্যে কৃষদের সাথে কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস এর সংযোগ স্থাপনে সহায়তা করে যাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি গাইবান্ধা এটিআই হতে কৃষি ডিপ্লোমা, আইইউবিএটি বিশ্ববিদ্যালয় হতে অনার্স এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স পাশ করেন।

পাবলো কুমার সাহা

কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস এর ফার্ম ম্যানেজমেন্ট অফিসার হিসাবে সুদক্ষভাবে পাবলো কুমার সাহা দায়িত্ব পালন করে আসছেন। গাইবান্ধা এটিআই হতে কৃষিতে ডিপ্লোমা পাশ করার পর দেশের প্রথম সারির কয়েকটা কম্পানিতে চাকুরি করেছেন তিনি। তার দক্ষতা ও অভিজ্ঞতার আলো ছড়িয়ে দিতে কৃষিবন্ধু এগ্রো ফার্মটি করে তুলেছেন এক কৃষি প্রযুক্তি পার্ক।

মোঃ তারেক রহমান

কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস এর প্রোডাকশন ম্যানেজার হিসাবে মোঃ তারেক রহমান এক গুরুত্বপূর্ন পালন করে আসছেন। ছাদবাগান থেকে শুরু করে ফসলের মাঠ পর্যন্ত সকল ধরনের কৃষি উপকরন যথাযথভাবে সবার কাছে যেন দ্রুত পৌছে দিতে পারে সে বিষয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

KB Officer Al-amin

মোঃ আল-আমিন সরকার

কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস এর মার্কেটিং এন্ড কমিউনিকেশন অফিসার হিসাবে সুদক্ষভাবে দায়িত্ব পালন করে আসছেন মোঃ আল-আমিন সরকার। সফল ও দক্ষ স্মার্ট কৃষি উদ্যোক্তা গড়ে তোলার লক্ষে নিয়মিত ফলোআপ রাখা, কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা, সমাধানের জন্য কৃষিবন্ধুর কৃষিবিদ টিমকে জানানো ইত্যাদি কাজকে অত্যান্ত দৃঢ়তার সহিত পালন করে আসছেন তিনি।

মোঃ বাপ্পি

কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস এর ডিজিটাল মার্কেটার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন মোঃ বাপ্পি। কৃষি সেক্টরকে ডিজিটাল পর্যায়ে আনার লক্ষ্যে আধুনিক কৃষি তথ্যগুলোকে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সকল কৃষকের কাছে পৌছে দিতে কাজ করছেন তিনি।

ওমর মহিদ

কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস এর সেলস্ সার্ভিস অফিসার হিসাবে সুদক্ষভাবে দায়িত্ব পালন করে আসছেন ওমর মহিদ। সঠিকভাবে ও খুব দ্রুত অর্ডারকৃত পন্য কাষ্টমারের দোরগোড়ায় পৌছে দিতে কৃষিবন্ধুর পক্ষ থেকে সকল প্রচেষ্টা করে যাচ্ছেন তিনি।

মোঃ রুপোম ইসলাম

কৃষির ভবিষ্যৎ চ্যালেন্জ মোকাবেলা করার লক্ষ্যে মোঃ রুপোম ইসলাম একজন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নে কর্মরত আছেন। আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে তিনি তার ব্লকে অবস্থিত কৃষিবন্ধু এগ্রো ফার্মের স্মার্ট এগ্রো এডভাইজার হিসাবে কাজ করছেন।

Scroll to Top