slide 1
Image Slide 1
দেশের উদিয়মান কৃষি উদ্যোক্তাগন
Image Slide 3
previous arrowprevious arrow
next arrownext arrow

প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষি প্রশিক্ষন কর্মশালা

ক্রমবর্ধমান খাদ্য চাহিদার বিপরীতে ফসলি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। আমাদের দেশ কৃষিপ্রধান হলেও আধুনিক কৃষি প্রযুক্তিতে এখনো আমরা অনেক পিছিয়ে। আগামীর দিনগুলোতে খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আধুনিক ও যুগোপযোগী কৃষির কোন বিকল্প নেই। সঠিক গাইডলাইন ও বাস্তবিক প্রশিক্ষণের সুযোগ না পাওয়ায় অনেক উদ্যোক্তারাই ক্ষতির সম্মুখিন হয়ে কৃষি বিমূখ হয়ে যাচ্ছে। আর এই উদ্যোক্তাদের আধুনিক কৃষির সঠিক পরামর্শ প্রদানে কৃষিবন্ধু এগ্রো সাভির্সেস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিবন্ধু এগ্রো ফার্মে সর্বাধুনিক প্রযুক্তিতে পলিনেট হাউজে ফসল উৎপাদন, আধুনিক পদ্ধতিতে চারা তৈরী ও ফসল উৎপাদন, হাইড্রোপনিক পদ্ধতিতে মাটি ছাড়া ফসল উৎপাদন, আধুনিক সেচ ব্যবস্থাপনা বা ডিপ ইরিগেশন, নিরাপদ সবজি উৎপাদন পদ্ধতি, ভার্মি ও ট্রাইকো-কম্পোষ্ট উৎপাদন, আধুনিক পান বরজ, আধুনিক ছাদ বাগান ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ব্যবস্থা চলমান আছে। আর এই বাস্তবিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সারাদেশ থেকে দক্ষ ও অভিজ্ঞ কৃষি উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে।

কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস এর সেবা সমূহ

  •  আধুনিক কৃষির সকল বিষয়ের উপর যথাক্রমেঃ ১দিন, ৭ দিন, ১ মাস ও ৩ মাস ব্যাপি হাতে কলমে প্রশিক্ষণ ব্যবস্থা ।
  •  আধুনিক পদ্ধতিতে কোকোপিটে সুস্থ-সবল চারা উৎপাদন ও সারাদেশে সরবরাহ।
  • হাইড্রোপনিক পদ্ধতিতে ফসল উৎপাদনের সকল উপকরন সেটআপ ও সরবরাহ।
  • আধুনিক সেচ পদ্ধতি বা ড্রিপ ইরিগেশনের সকল উপকরন যেমনঃ স্প্রিংকুলার, ফগার, অটো টাইমার, ওয়াটার ফিল্টার ইত্যাদি সেটআপ ও সরবরাহ।
  • আধুনিক কৃষি টুলস যেমনঃ সিডলিং ট্রে, মালচিং পেপার, ৫০% ও ৭৫% শেডনেট, ইউডি প্রটেক্টেড পলি, ইনসেক্ট নেট ইত্যাদি সরবরাহ সহ পলিহাউজ সেটআপ।
  • আধুনিক কৃষি উপকরন যেমনঃ কোকোপিট, ভামি-কম্পোষ্ট, ট্রাইকো-কম্পোষ্ট, এগ্রোডার্মা, মো ব্যাগ, জিইও ব্যাগ, হাড়ের গুড়া, নিম তেল, নিম খৈল,
    শিংকুচি, ঝিনুক চূর্ন, রেডিমিক্স মাটি, রেডিমিক্স সার, শুকনা গোবরের গুড়া ইত্যাদি সরবরাহ।
  • জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনের উপকরন যেমনঃ হলুদ আঠার ফাদ, সেক্স ফেরোমন ফাদ, আলোর ফাদ, কিউট্রাক, ট্রাইকোডার্মা ইত্যাদি সরবরাহ।
  • উচ্চ ফলনশীল জাতের সবজি বীজ উৎপাদন ও সরবরাহ।
  • আধুনিক ছাদ বাগানের ডিজাইন সহ এ টু জেড সার্ভিস।
  • অভিজ্ঞ কৃষিবিদ মণ্ডলী দ্বারা সকল ধরনের কৃষি পরামর্শ প্রদান ।

আধুনিক কৃষি প্রশিক্ষনের উদ্দেশ্য

আগামীর দিনগুলো কৃষির জন্য অনেক সম্ভবনাময়। আর এই সম্ভবনাকে কাজে লাগাতে এই খাতে যুক্ত হতে নতুন নতুন উদ্যোক্তা।  এসব কৃষি উদ্যোক্তাদের মধ্যে অনেকেই না জেনে না বুঝে ইউটিউবের বিভিন্ন প্রলোভন যুক্ত প্রগ্রাম দেখেই ঝাপিয়ে পরছে চাষাবাদে। যার ফল সরূপ ক্ষতির সম্মূখীন হয়ে অনেকেই কৃষি বিমূখী হচ্ছে প্রতিনিয়ত।  আর এই ক্ষতির হাত থেকে রক্ষা করতেই কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস চালু করেছে প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষি প্রশিক্ষন কর্মশালা। এটিই দেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে সরাসরি হাতেকলমে কৃষি প্রশিক্ষনের জন্য তৈরী করা হয়েছে “কৃষিবন্ধু এগ্রো ফার্ম”। এখান থেকে সরাসরি বাস্তবিক কৃষি প্রশিক্ষন গ্রহন করে যে কেউ শুরু করতে পারবে স্মার্ট কৃষির লাভবান ও সম্ভবনাময় পথচলা। আমাদের প্রশিক্ষনের স্লোগান হলো – “প্রশিক্ষন নিয়ে করলে চাষ, লাভ হবে বারো মাস”।

প্রশিক্ষনটি যাদের জন্য

সাধারনত যেসকল কৃষিপ্রেমি ভাই ও বোনেরা কৃষি সেক্টরকে মান্ধাতার আমলের চাষাবাদ হিসাবে গ্রহন না করে বিজনেস হিসাবে গ্রহন করতে ইচ্ছুক তাদেরই জন্য এই প্রশিক্ষনটি মূলত অত্যন্ত প্রয়োজনীয়। টেকসই কৃষির সকল প্রযুক্তি ব্যবহার করে সবোর্চ্চ ফলন বা লাভ নিশ্চিত করতেই প্রশিক্ষনটি আপনার জন্য প্রয়োজন।

আধুনিক কৃষি প্রশিক্ষনের পদ্ধতি

এখানে দেশের যেকোন প্রান্ত থেকে এসে ১ দিন, ৭ দিন, ৩০ দিন বা ৩ মাস ব্যাপি সরাসরি মাঠে হাতে কলমে স্মার্ট কৃষির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন নিতে পারবেন।  কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ ও ব্যবহার শেখানোর জন্য রয়েছে একগুচ্ছ দক্ষ ও অভিজ্ঞ কৃষিবিদ মন্ডলী।  সাধারনত ১ দিন ব্যাপি প্রশিক্ষনটি প্রতি মাসের নির্ধারিত তারিখে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত হয়ে থাকে। প্রশিক্ষনটি মূলত ত্বাত্তিক ও ব্যবহারিক উভয়ের সম্বয়ে সাজানো। এর মধ্যে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, হান্ড নোট, লিফলেট, লেখার খাতা ও কলম, টি-শার্ট, পুরুষ্কার ইত্যাদি ব্যবস্থা রয়েছে। দূর-দূরান্ত হতে আগত প্রশিক্ষনার্থীদের জন্য রাত্রিযাপনের সু-ব্যবস্থা রয়েছে। ৭ দিন, ৩০ দিন বা ৩ মাস ব্যাপি প্রশিক্ষনার্থীদের জন্য আবাসিকের ব্যবস্থা রয়েছে।

প্রশিক্ষনের বিষয়সমূহ

এখানে মূলত আধুনিক ও যুগোপযোগী স্মার্ট কৃষির প্রায় সকল বিষয়েই হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়ে থাকে। এসব বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-

  • ট্রে ও কোকোপিট ব্যবহার করে কিভাবে সহজেই সুস্থ সবল চারা উৎপাদন করা যায়।
  • আধুনিক চাষাবাদের সূষম সার সুপারিশমালা
  • ফসলের বপন হতে শুরু করে কর্তন পর্যন্ত বালাইনাশক ব্যবহারের  “স্প্র শিডিউল”
  • আধুনিক পদ্ধতিতে চাষাবাদ যেমন – মালচিং, ড্রিপ ইরিগেশন, এ বা ইউ প্যাটার্ন মাচা, পলিহাউজ ইত্যাদি
  • মৌসুম ভিত্তিক আগাম ফসল (শসা, করলা, বেগুন, টমেটো, বাধাকপি, ফুলকপি, লাউ, কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, পেঁপে ইত্যাদি) চাষাবাদ পদ্ধতি
  • গ্রীন হাউজ এ ফসল উৎপাদন পদ্ধতি
  • ড্রিপ ইরিগেশনের মধ্যমে সেচ প্রদান
  • হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ
  • অর্গানিক ফার্মিং বা নিরাপদ খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা
  • ট্রাইকো-কম্পোষ্ট উৎপাদন পদ্ধতি
  • ভার্মি-কম্পোষ্ট উৎপাদন পদ্ধতি
  • সবুজ শেডনেট পদ্ধতিতে আধুনিক পান বরজ সেটআপ ও ব্যবস্থাপনা
  • উৎপাদিত পন্যের ডিজিটাল মার্কেটিং
  • ছাদবাগান ও ফলজ বাগানের খুটিনাটি

প্রশিক্ষনে অংশগ্রহনের পদ্ধতি

১ দিন ব্যাপি প্রশিক্ষনের জন্য মূলত ৯০০ টাকা প্রশিক্ষন ফি নির্ধারন করা হয়েছে। এছাড়াও ৭ দিন, ১ মাস বা ৩ মাস ব্যাপি প্রশিক্ষণ গ্রহনের জন্য যোগাযোগ করুন –

  • কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস, মুরাদপুর, মোকামতলা, শিবগন্জ, বগুড়া। মোবাইলঃ ০১৩৩৪২০১৭২০, ০১৩৩৪২০১৭১৬
  • কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস বগুড়া শোরুম, কামাড়গাড়ি কলেজ গেইট, বগুড়া সদর। মোবাইলঃ ০১৩৩৪২০১৭২০
  • ফেসবুক পেইজঃ – Krishi Bondhu – কৃষি বন্ধু

সর্বোপরি স্মার্ট কৃষি গড়ার লক্ষে প্রশিক্ষন দেয়ার পাশাপাশি নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে সফল কৃষি উদ্যোক্তা গড়ায় কৃষিবন্ধু বদ্ধপরিকর।

Scroll to Top