বর্তমানে বাংলাদেশের পান চাষ সবচেয়ে লাভজনক ফসল। কিন্তু প্রতি বছর পান বরজ মেরামত করতে যে খর, ছন ও বাঁশ ব্যবহার করা হয় তা অত্যান্ত ব্যয় বহুল ও কষ্ট সাধ্য। আর এই ছন বা খর অল্প দিনে নষ্ট হয়ে যায় বলে পানের উৎপাদন অন্য দেশের তুলনায় অনেক কম। আমাদের দেশে আধুনিক পদ্ধতিতে পান বরজ করতে পারলে পানের উৎপাদন ৩০-৪০ শতাংশ বেড়ে যাবে। আর এই আধুনিক পদ্ধতি হলো খর ও ছনের পরিবর্তে কৃষিবন্ধু ৭৫% সবুজ শেড নেট ব্যবহার করা।
পান বরজের কৃষিবন্ধু ৭৫% সবুজ শেড নেট ব্যবহারের ফলে রোগবালাই ও কমে যায়। আমরা এই পদ্ধতি ব্যবহার করে বিদেশে রপ্তানিযোগ্য পান খুব সহজেই উৎপাদন করতে পারি। পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থাপনা যেমন স্প্রিংকুলারে মাধ্যমে সেচ প্রদান করে সেচ খরচ কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি করতে পারি
Reviews
There are no reviews yet.