হাইব্রীড লম্বা জাতের করলা বীজ ১০ পিচ – (Korola Bij) Hybrid Bitter Gourd (F1)
আমাদের শপেআপনি দেশি বিদেশি সব ধরনের শাক-সব্জির স্থানীয় ও হাইব্রিড জাতের বীজ পাবেন। আপনাদেরছোট বড় সব ধরনের সব্জি বাগানের জন্য আমরা সকল বীজ অত্যন্ত যত্ন সহকারে ইনটেক প্যাকঅথবা জিপ পলিতে রিপ্যাক করে আপনাদের দোরগোড়ায় পৌছানোর চেষ্টা করছি।
বীজ সঠিকভাবেবপনের ধাপঃ
সাধারনত সবধরনের বীজই সংরক্ষন কালে সুপ্তাবস্থায় থাকে। এই সুপ্ততা ভেঙ্গে বীজ অংকুর দেয়। বীজেরসঠিক ভাবে বপন পদ্ধতি হল-
– বীজ প্যাকেটথেকে খুলে প্রথমে ৩০ মিনিট রোদে তাপ দিয়ে নিতে হবে।
– এরপর ঠান্ডাও শুষ্ক জায়গায় ১ ঘন্টা রেখে বীজের তাপমাত্রা স্বাভাবিক করতে হবে।
– এরপর ট্রাইকোডার্মাদিয়ে বীজ হালকা ভিজিয়ে শোধন করে নিতে পারেন।
– এরপর কোনপাত্রে পরিমান মত পানির সাথে বীজ ভিজিয়ে নিয়ে ১২-১৪ ঘন্টা রেখে দিতে হবে।
– এরপর ভেজাবীজ গুলোকে টিস্যু পেপার বা সুতি কাপরে মুড়িয়ে ভেজা অবস্থায় কোন প্লাস্টিকের পট বাপাত্রে রেখে মুখ বন্ধ করে দিতে হবে।
– বীজের ধরনঅনুযায়ী ২৪-৪৮ ঘন্টা বা অনেক বীজের ৮-১০ দিন পর্যন্ত এভাবে রেখে অংকুর করে নিতে হবে।
সাধারনত শীতেরদিনে অংকুর হতে একটু বেশি সময় লাগে।
Reviews
There are no reviews yet.