- স্নায়ুশক্তি বৃদ্ধি ও শারীরিক দুর্বলতা :
শতমূলীর রস কাচা ১৫-২০ মিলি. (৩-৪ চামচ) এক গ্লাস পরিমাণ দুধের সাথে মিশিয়ে সকাল ও বিকেলে সেবন করলে উপকার পাওয়া যায়। তবে উল্লিখিত নিয়মে ১০-১৫ দিন সেবন করে যাওয়া উচিত।
- শুক্রমেহ ও স্বপ্নদোষ প্রশমনে :
১০ গ্রাম পরিমাণ শতমূলী চূর্ণ প্রত্যহ দুধসহ দুবার সেবন করলে ফল পাওয়া যায়। উল্লিখিত নিয়মে এক মাস সেবন করে যাওয়া উচিত।
- স্তন্য দুগ্ধ বৃদ্ধিতে :
৫ গ্রাম পরিমাণ শতমূলী চূর্ণ্ ও ৫ গ্রাম পরিমাণ অর্শ্বগন্ধ চূর্ণ একত্রে মিশিয়ে প্রত্যহ দুবার সেবন করতে হবে । উল্লিখিত নিয়মে ৫-৭ দিন সেবন করতে হবে।
- রক্ত স্বল্পতায় :
শতমূলীর রস ১৫-২০ ফোটা ৩-৪ চামচ এক গ্লাস পরিমাণ ডাবের পানির সাথে মিশিয়ে প্রত্যহ দুবার সেবন করতে হবে। উল্লিখিত নিয়মে ৫-৭ দিন সেবন করতে হয়। এছাড়াও শতমূলী উচ্চরক্তচাপ কমায়।
এসিডিটি, দুর্বলতা, যেকোনো ধরনের ব্যাথা, ডায়রিয়া, আমাশয়, দূর করে। শরীরের নানা ধরনের প্রদাহ , পাইলস, সারিয়ে তোলে। চোখ ও রক্তের যেকোন সমস্যা দূর করে। নার্ভের কার্যক্ষমতা ঠিক রাখে। শতমূলীর শিকড় লিভার, লিভার, কিডনি, ও গনোরিয়ার জন্য উপকারি। যাদের বদহজমের সমস্যা রয়েছে তারা শতমূলীর শিকড় রস করে তাতে মধু মিশিয়ে খান, উপকার পাবেন।
Reviews
There are no reviews yet.